গীতিকবিতা-২
- আজমাইল - অ-নামিকা ১৯-০৪-২০২৪

আমি যতনভরে বলতে পারি তোমার কথা সকল কানে।
আমি বেদনভরে কণ্ঠে ছাড়ি তোমার ব্যথা আমার গানে।।

আমি তোমারই লাগিয়া শুধু রচি আমার গান।
তুমি যেন আশার প্রদীপ, সকল মায়ের প্রাণ।।
তুমি বিরহীর করুণ সুরের আবেগভরা গীত।
আজ তোমার পরশ লভে আমার কৃষ্ণ হৃদয় সিত।।
আমি যতনভরে বলতে পারি তোমার কথা সকল কানে।
আমি বেদনভরে কণ্ঠে ছাড়ি তোমার ব্যথা আমার গানে।।

তুমি তিমিরভরা কৃষ্ণ হিয়ায় 'রাজ হয়ে গান।
আজি হিয়া আমার বেদনহারা, সে-সবই তোমার দান।।
তাই,
আমি যতনভরে বলতে পারি তোমার কথা সকল কানে।
আমি বেদনভরে কণ্ঠে ছাড়ি তোমার ব্যথা আমার গানে।।
(সংক্ষেপিত)
..... সেখ আজমাইল
কলিকাতা-১৪৪, ২৬.০১.২০২০
বিকাল ৫:১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।