একটি উইলো কাঠের কফিন
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২৯-০৩-২০২৪

একটি দেহ নিথর,
যেনো কঠিন এক পাথর,
স্বজনের অপেক্ষায় আছে মর্গের ভেতর।
নাম না জানা নিষ্প্রাণ দেহটি,
উইলো কাঠের কফিনে হল বন্ধী,
যেন কতকাল আগে থেকে ছিল সন্ধি!
বড়জোর দশ, অথবা হাজার খানিক টাকা,
সব হারিয়ে বকুল বিবি, ছেড়ে যায় ঢাকা,
পথ হল সম্বল,পথই ঘোরাবে জীবন চাকা।
একটি দেহ নিথর,
যেনো কঠিন এক পাথর,
দেহ ঢেকে আছে এক চিলতে সাদা কাপড়...

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩০-০৩-২০২০ ১৩:৫৮ মিঃ

মন পুলকিত হল। উপভোগ্য l