লকডাউনে স্বাধীনতা
- রফিকুল আলম ১৬-০৪-২০২৪

লকড ডাউনে স্বাধীনতা
--------রফিকুল আলম
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে
আনন্দ মিছিল নেই যানজট নেই
মুক্ত আকাশে নেই উড়োযানের গর্জন
বন্দরে বন্দরে নোঙর করা সব জলযান।
আকাশে মুক্ত বিহঙ্গ বিহঙ্গীর অবাধ বিচরণ
নদীতে হারানো ডলফিনের বাধাহীন সন্তরণ।
আজ শুনশান নীরবতা চারিদিকে
আছে শুধু অজানা আতঙ্ক কোভিড-১৯
মানুষের আহাজারি মৃত্যুর মিছিল
তামাম ইউরোপ আমেরিকা জুড়ে
চীনের উহান শহরসহ পৃথিবীর পথে পথে।
বারবার কাঁপা কণ্ঠধ্বনিতে শুনি
আমরা লকডাউনে আছি
তুমি এপথ মাড়িয়োনা কারণ শুধু আতঙ্ক
শুধু মৃত্যু শুধু লাশবাহী গাড়ীর সারি
অদৃশ্য বায়োলজিক্যাল উইপন
করোনা ভাইরাসের ছড়াছড়ি।
একদিন ধ্বংশ স্তূপে দাঁড়িয়ে
ধর্ষণের উপত্যকা পেরিয়ে নির্মাণ করেছি
যে ভালোবাসার ঘরটি
সেঘর আজ লকড ডাউন করেছে
মৃত্যুদূত করোনা ভাইরাসে।
আমরা স্বাধীনতা দিবসে যেন পরবাসে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩১-০৩-২০২০ ১৪:২২ মিঃ

পরিপক্ব ও পরিপাটি লেখা ।