অকপটে বেঁচে আছি
- ভোরের রবি ২৫-০৪-২০২৪

আকাশে এক চিলতে চাঁদ,
তার বাকা ঠোঁট নেড়ে হাসছে।
আমি অপলক তাকিয়ে আছি,
তাকিয়ে আছি তো তাকিয়ে আছি!
চাঁদ সেকথা জানলে লজ্জায় লাল হতো,
মেঘের ঘোমটাটা টেনে নিজেকে লুকিয়ে
আরও হেসে যেতো।
সেই হাসি, সেই হাসির সৌন্দর্যটা দেখতে হলেও
আরও বাঁচা চাই।
আমি এই অদেখা হাসি দেখবো বলেই
অকপটে বেঁচে আছি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০২-০৪-২০২০ ১৩:৩২ মিঃ

অনন্যসুলভ , অপূর্ব শব্দশৈলি