ক্ষয়িষ্ণুতা
- ত্রিতৈম ২০-০৪-২০২৪

সমূদ্রের ঢেউ তীরে এসে ধাক্কা লাগে,
এইসব মৃত্যুঅনুভূতি জনিত অসুখ ঠোঁটে লেগে আছে দীর্ঘদিন।
আকাশ দেখো রোজ? কথা বলো আগের মত করে?
না। করিনা।
আমার লক্ষকোটি কথাদের কোনো উত্তর আসেনি এখনো।
আমি উত্তরের আশা করে বসে আছি।
চিতার কাঠের ধোঁয়ার মত উবে যাই শুধু।
বিস্তীর্ণ মেঘরাশি উপেক্ষা করে যাই শুধু।
আমাকে কি আর মনে পড়ে তোমার!
আমাকে কি আর দেখতে ইচ্ছে করে তোমার!
তোমার আকাশ অবধি, সুনীল প্রান্তরে খেলা করে রোদ!
আমি জানি, তোমার দুঃখকষ্ট নিয়ে চাও শুধু একা থাকতে।
সব মানুষই চায়, যাদের একটা সুন্দর মন ছিলো অথবা এখনো আছে। তবে ক্ষয়িষ্ণু মন। যা অন্যকে দিতে বড় সংকোচ লাগে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০২-০৪-২০২০ ১৩:৩৪ মিঃ

  পাঠে মুগ্ধ  হলাম।