ভগবানের বুকে আঁকি পদচিহ্ন
- ফাহিম মাহমুদ আদি - ভগবানের বুকে আঁকি পদচিহ্ন ২০-০৪-২০২৪

ভগবানের বুকে আঁকি পদচিহ্ন
লেখকঃ আদি

তোমার ভগবান ভক্ষক সেজে
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখো তোমার দেবীর মাংস!
দেখো তার চরণ বেয়ে ঝরছে ধর্ষণের রক্ত!
এ যদি হয় ভগবত রূপ, সে তো বড় জঘণ্য!
তার বুকেতেই আঁকবো অামি ক্ষিপ্ত পদচিহ্ন!
তার বুকেতেই মারবো লাথি!
যার বুকেতে দানব ক্ষুধা মানব ক্ষুধার পণ্য!

তোমার ভগবান রক্ষক সেজে
দমে দমে লুটছে দেখো হুশ-দেহকোষ-রাজকোষ
দেখো তার গণ্ড বেয়ে ঝরছে জলাতঙ্ক লালা
মর্তলোকে বিমূর্ত তার ঘৃণ্য লীলাখেলা!
তোমার ভগবান জীব হত্যাকে মহাপাপ বলছে-
অথচ মানব রুধী করছে পান!
শর্বরী সুরায় অাকণ্ঠ ডুবে নিত্য করছে পুণ্যস্নান!
এই যদি হয় ভগবান! তবে সে অাস্ত একটা বন্য!
তার বুকেতেই রাখবো অামি দীপ্ত পদচিহ্ন!
তার বুকেতেই মারবো লাথি!
যার বুকেতে দানব ক্ষুধা মানব ক্ষুধার পণ্য!

তোমার ভগবান তক্ষক সেজে
ক্ষণে ক্ষণে ক্ষয়িছে দেখো প্রথা-সভ্যতা-সংস্কার!
দেখো তার তুলাদণ্ডে সহিংসতার খড়গহস্ত!
তোমার ভগবান কখনো রাম কখনো রহিম নামে
ভ্রমে ভ্রমে বুনিতেছে বিভ্রম!
ধর্ম নামের চর্ম পরে করিতেছে অধর্ম!
শব্দের অাস্তিন খুলে রচিতেছে যৌনাচার!
তোমার ভগবান ষোড়শী অবতারের সুঢৌল বুকে
গড়িতেছে স্বর্গের সৌধ!
এই যদি হয় ভগবান! তবে লজ্জিত তার জন্য!
তার বুকেতেই রাখবো অামি দীর্ণ পদচিহ্ন!
তার বুকেতেই মারবো লাথি!
যার বুকেতে দানব ক্ষুধা মানব ক্ষুধার পণ্য!

ভক্ষক, রক্ষক, তক্ষক সেজে
মর্তে বিমূর্ত যত অবতারী রাম-রহিম-ভগবান!
চলো ঐক্যবদ্ধে তার বুকেতেই আঁকি পদচিহ্ন!
যার বুকেতে দানব ক্ষুধা মানব ক্ষুধার পণ্য!
অাঁকতেই হবে, বাঁচাতে প্রকৃত ভগবানের সম্মান।
যিনি এক ও দ্বিতীয়! যিনি স্রষ্টা! যিনি মহান।

[ যে কেউ সমালোচনা করতে পারেন! বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, বুঝানোর চেষ্টা করবো]

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৬-০৪-২০২০ ০০:১২ মিঃ

অনিন্দ্য সুন্দর লেখনী ।