পরাধীনতা
- ফাহিম রাহমান ১৯-০৪-২০২৪

অথচ পরাধীনতায় অবসন্ন।

আরও গভীর থেকে গভীরতম পরাধীনতায়
ডুবে যেতে হয়,
যেন চোয়ালের তিলটার লুকোনো পরাধীনতায়
বিপন্ন অবসন্ন স্বপ্নে।
পরাধীনতাকে আপন করে নিয়ে তাকে পেলে পুষে
বড় করে তুলতে হয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৮-০৪-২০২০ ১২:৩৭ মিঃ

Excellent