রাফলেসিয়া
- Farid Hasan ২৯-০৩-২০২৪

শ্বাস বন্ধ হয়ে আসে তেনা’র ত্রাসের ডেরায়
প্রেম স্বপ্ন শুষ্ক হয়ে ভূমিতে লুটায়
শীতের পাতার যমজ-স্বভাবে বিষাদ ছন্দে ,
আমারও আছে ঢের এই খানে
গণনায় নেই সেই সব, নীতি-পুঁথি থাকে দূরে
আমার মগজ তৃণ বৃক্ষ ঘুমে হাঁটে
তখন গলায় গোলাপ গোড়ে , বাজে গীত ।
মহাসমুদ্র পেরিয়ে আমিই আনব রাফলেসিয়া,
বৃহত্তম ফুল তার জন্যে সুমাত্রা খোঁজে, যদি বনে যায়
সময়ের আগুয়ান রাজন-জীব আসমুদ্রহিমাচলের ,
আশপাশের মন্দ-মত্ত মোদীর হলকা হটিয়ে ।



১৫.০৪,২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৫-০৪-২০২০ ১৬:৫৬ মিঃ

বেশ মন ছুঁয়ে গেল লেখা।