অনুতপ্ত
- রাশেদ নাইব ২০-০৪-২০২৪

সঙ্গের ছলে বাহুর বলে
করছি কত পাপ,
তওবা করে প্রভুর দ্বারে
চাইছি এবার মাপ!

দিনের শেষে এসেছে রাত
তবুও তুলিনি হাত,
মার্জনা চিত্তে সেজদা করে
তুলো মুনাজাত!

আবেগ মিশে ইজ্জৎ ধসে
হইছে সর্বনাশ,
বিবেক বাদে কথার ফাঁদে
পরছে আশপাশ!

লোভ লালসায় মত্ত হয়ে
ব্যক্তি অধীনে রপ্ত,
পাপ পূর্ণতার হিসাব কশে
হইনি অনুতপ্ত!

ঝিন্ন শিন্ন কথায় ভিন্ন
কর্মে ধরে ভঙ্গি,
বিচার হীনা চিন্তা বীণা
বানাই তারে সঙ্গী!

অন্তরালে কথার তালে
মাতিয়ে তুলে যখন,
কর্মকালে আঁধার ছলে
পাপ ভুলে যায় তখন!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২১-০৪-২০২০ ১৪:২৬ মিঃ

Excellent