নিরুদ্দেশ
- Tonoy Chowdhury - দোলনচাঁপা ২৩-০৪-২০২৪

ছেড়ে যাওয়া অসুখে
মলিনতায় ভরা মুখগুলো,
যেন নিরুদ্দেশ হওয়ার অপেক্ষায়
অসংখ্যবার প্রার্থনায় সমর্পিত।
পালিয়ে বেড়ানোর অসুখ
আজন্মকালের ভিতর প্রতারণার মধ্যে
কড়া আস্বাদনে বেপরোয়া!
হারিয়ে যাওয়ার ভাবনাগুলো
সুখের কূলকিনারা অব্দি আসে না,
আকাশে উড়া পাখির খসে পড়া,
পালকের মতো উদ্দেশ্যহীন
নতুন সময়ে আবারও পাখির দিকে চেয়ে থাকা
উড়বার ইচ্ছার আকাঙ্ক্ষার বাজি ধরা।
নিরুদ্দেশ হওয়াই লক্ষ্য,
আড়াল থেকে উঠে এসে,
আড়ালে হারিয়ে যাওয়ার গল্প;
নিরুদ্দেশ হয়ে যাওয়াই লক্ষ্য।

৩ বৈশাখ, ১৪২৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৩-০৪-২০২০ ১৩:০৯ মিঃ

বেশ । ভালো থাকুন।