করোনাকালের কবিতা (চার)
- সাইদুর রহমান ২৯-০৩-২০২৪

চার। মানুষ জন বন্দী এবার

মানুষ জন বন্দী এবার
সাজা পাচ্ছে নির্মমতার
কি অপূর্ব বৈচিত্র্য তার
সর্বত্রই তবু দুষণে ভার।

মানুষ জন বন্দী এবার
দুষণে বেহাল মৃত্তিকার
ধ্বংস করেছি জলাধার
মুক্ত বায়ু পাই না আর।

মানুষ জন বন্দী এবার
প্রকৃতি হয়ে গেছে দুর্বার
শব্দদূষণ কম বেশুমার
বায়ুদূষণও কোথা আর।

মানুষ জন বন্দী এবার
খাবে বনানী সাধ্য কার
নিসর্গ সেজেছে আবার
বন্দ কর যুদ্ধ করোনার।

April 23, 2020

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।