"হাফিজ হও"
- জাবরুল ইসলাম চৌধুরী - ইসলামী কবিতা ২৬-০৪-২০২৪

কবিতাঃ- "হাফিজ হও" এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবে কাড়ি, হিফজে কোরআন হলে তাহা সংঙ্গে দিবে পাড়ি। যে জন কোরআন হিফজ করিবে আপন ছিনার তরে, অক্ষত সে থাকবে মরে লক্ষ বছর ধরে । কোরআন শিখো কোরআন শিখাও শ্রেষ্ঠ গণ্য হবে, আসমানী সব কিতাবের জ্ঞান কোরআন পড়ে পাবে । এক হাফিজের সুপারিশে দশের হবে নাজাত, বাঁচবে সেদিন দোযখ হতে মুক্তি আখিরাত । পড়বে তুমি চড়বে তুমি জান্নাতের ঐ সিঁড়ি, থামবে পড়া যেতায় তোমার সেথায় হবে বাড়ী। ধন্য ঐসব পিতামাতা হাফিজ যাদের ঘরে, নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাশরের তরে । জাবরুল ইসলাম সরডিচ, ইস্ট লন্ডন ৩০ এপ্রিল ২০২০ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

KobiHimel
১৩-০৬-২০২০ ১০:৪৫ মিঃ

যা হোক, কবিতাটা ভালো ছিল

KobiHimel
১৩-০৬-২০২০ ১০:৪৩ মিঃ

বর্তমানে হাফেজদের অধিকাংশই দুরাবস্থার শিকার। কুরআনের আয়াতগুলোর অর্থ বোঝেই না, আন্তরিকতা আসবে কোত্থেকে! কেবল রমজান মাসে টাকা কামানোর ফন্দিতে ব্যস্ত ওরা। কুরআন বুঝার প্রতি কোনো আগ্রহই নেই ওদের। আল্লাহ ওদের হিদায়াত দান করুন। ওরা ছাড়া আমরা মুসলিমরা বিকল.......