শ্রমের দাম
- রাইহান এইচ সোহাগ ২৬-০৪-২০২৪

খেটে খেটে বিষন্ন চেহারা অবসন্ন দেহ,
তবুও ঠিকমত পায় না খেতে কেহ।
বলে আল্লাহ রাম,
দিতে হবে মজুরের শ্রমের নায্য দাম।

তপ্ত রোদে পুড়ে দেহ বর্ষায় ভিজে জলে,
শত কষ্টে দিন কাটায় দৃঢ় মনোবলে।
রৌদ্রে পোড়ে চাম,
দিতে হবে মজুরের শ্রমের নায্য দাম।

শ্রমজীবীর চোখে মুখে স্বপ্ন রাশি রাশি,
ঝড় ঝাপটার জীবনটা তার দুঃখ বারমাসি।
শরীর ভিজে ঘাম,
দিতে হবে মজুরের শ্রমের নায্য দাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।