জননী
- মোঃ বুলবুল হোসেন ২০-০৪-২০২৪

চৈত্র মাসে খরার মধ্য
রফিকের মা জ্বরে,
বউ বাচ্চা ভাত খায় না
পাঁচ দিন ধরে।


কত আদরে করছে জননী
মুখের আধার দিয়া,
সেই জননী মরতে চলেছে
থাকবে না সুখের হিয়া।

ঘামলে পড়ে বাতাস করতো
তালের হাত পাখা,
সেই জননী চলে গেল
রফিকের সব ফাঁকা।


কত কষ্টে করছে জননী
কান্দে ধরে গলাগলি,
আকাশ বাতাস কান্দে দেখো
ভেঙ্গে পরে কলি।

কত সুখ সংসারে ছিল
আজ হয়েছে গত,
সময়ের ব্যবধানে সুখের আশায়
চলবে নিজের মত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৪-০৫-২০২০ ০৩:৪২ মিঃ

দুর্দান্ত প্রকাশ।