এবার টানছি ইতি
- ত্রিতৈম ২০-০৪-২০২৪

এবার টানছি ইতি।
বুকের পরে প্রশ্ন কিছু জমা।
আমি তখন ছিলেম আকাশ পেতে।
মনের ভেতর গড়ছি নতুন ঘর।
এমন সময় তুমি এলে কাছে।
পাখির মত উৎসুক ডানা মেলে।
সুখেই ছিলাম, সুখের আলিঙ্গনে।
তোমার ডানার ভেতর আমার ডানা।
তোমার মনের ভেতর আমার মন।
তোমার ভাজের ভেতর আমার ভাজ।
গ্রীবা, ওষ্ঠ, সুনীল সমতট।
মেঘের ভেতর পরে রইলো মেঘ।
অন্ধকারের ভেতর আরও আঁধার।
আসছি বলে চললে কোথায় তুমি।
যাবার বেলায় মিথ্যে বলতে নেই।
এবার টানছি ইতি।
ইতি সুখের।
ইতি প্রেমের।
গ্রীবা থেকে সরে যাচ্ছে আঙুল।
ঠোঁটের থেকে মুছে যাচ্ছে ঠোঁট।
ডানার থেকে পৃথক হচ্ছে ডানা।
এবার টানছি ইতি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৫-২০২০ ২০:২৯ মিঃ

লেখা পড়ে ভালো লেগেছে।