বাসনা
- অভ্র আরিফ ২০-০৪-২০২৪

মধুমাধব, তোমার কাছে ফিরতে ইচ্ছে করে।
স্কুল ফাঁকি, তালের নরোম শাঁসের মতো মায়ের শাসন,
তেজী রোদে জড়ানো গম ক্ষেতের গন্ধ, ডুমুর পাতায় টুনটুনির বাসা,
তাল মিশরির মতো শক্ত মাটির ঢেলায় জ্যাঠার মুগুড় চালানো,
ঠা ঠা রোদ্দুর, ঘুঘুর ডাক, ধান কাটা শ্রমিকের ঘামে ভেজা পিঠ,
সস্তা বিড়ির ধোঁয়ার সাথে লু হাওয়ার জড়াজড়ি, সুতোয় বেঁধে শৈশবকে উড়ানো
এক টাকার আইসক্রিমে মধূদকের স্বাধের শৈশবে, আমি ফিরবো কবে?
ও মধুরিমা, তোমার কাছে ফিরতে ইচ্ছে করে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৬-০৫-২০২০ ২০:১১ মিঃ

সুন্দর ।