পরশ পাথর
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৯-০৩-২০২৪

পরশ পাথর
অচিন্ত্য সরকার

গুরুদেব,পঁচিশে বৈশাখে তো তুমি আসো,আমাদের সচেতন কৃ্তজ্ঞতায়।তোমার দানে কৃ্তজ্ঞতা-অবনত মস্তকে মাতি, শ্রদ্ধা জানাতে তোমায়,গঙ্গা জলে
গঙ্গা পুজোর ছলে,তোমার আসন তোমায় দিই পাতি, ধুপ-দীপ-প্রদীপ,ফু্ল আর মালায়, তোমার দেওয়া কথা নিয়ে আমাদের গলায়।

কিন্তু,তুমি তো আছো সদা সতত,আমাদের সমগ্র সত্ত্বায়,সুখ-দঃখ, চেতন-অবচেতন প্রেম বিরহ, বিয়োগ বেদনা আর অস্থিরতায়,তুমি তো আছো, মানবতার অস্থি মজ্জায়।তোমার বাণী গুনগুনিয়ে আজও বিশ্বাস রাখি মানুষে।তোমার কথায় একলা চলেও প্রতিবাদে করি না ভয়।আপন মনে
বিপদে হই না ক্ষয়।

সে নিত্য দিনের স্মরণ,সে তো চেতনার ঊর্ধ্বে কৃতজ্ঞতা বোধের ঊর্ধ্বে,একান্ত প্রেমের বরণ,
একান্ত নির্ভরতার মনন।হৃদয়ের গভীরে রাখা,
তুমি অমুল্য পরশ পাথর,যাঁর নিয়ত পরশে
বিষাদে- হরষে, আমাদের চেতনা হয় সোনা,
পঁচিশে বৈশাখ,সাল তারিখে যায় না গোনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৭-০৫-২০২০ ১২:৪৬ মিঃ

মুগ্ধ