মনের মানুষ
- শাহনেওয়াজ আলম শাহিন - সাদা কালো নীল ২৫-০৪-২০২৪

জীবনে এমন কাউকে খোঁজে নাও যে, তোমাকে বৃষ্টিতে ভিজতে দেখে নিজের ছাতাটা ফেলে দিয়ে যে পরম মমতায় হাতটা ধরে বলবে "চলো একসাথে ভিজি"। যে তোমার অসাবধানতায় পুড়ে যাওয়া রুটিটা খেয়ে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলবে "চিন্তার কিছু নেই,তেমন খারাপ হয়নি"। যে সারাদিনের কর্মব্যস্ততার পরে তোমার জন্য ঘরে ফিরে বলবে "এসো তোমার সাথে সময় কাটাই"। যে তোমার প্রয়োজনে টাকার অভাবে নিজের অতি প্রিয় সিগারেট কেনা বাদ দিয়ে তোমার জন্য ঔষধ নিয়ে এসে বলবে "সিগারেট ক্ষতিকর তাই ছেড়ে দিয়েছি"। তাকেই খুঁজো, তাকেই স্বপ্নের মানুষ করো। আজীবনের জন্য সুখ-দুঃখের চিরসংগী করো। তার হাতে হাত রেখে নির্ভয়ে কাটিয়ে দিতে পারবে জীবনের হাজারো কঠিন পথ। তোমার পৃথিবীটাই হয়ে যাবে স্বর্গ। এমন কাউকে খোঁজোনা, তোমার প্রয়োজনে তোমার জন্য যার দুই টাকার ঔষধ কিনে দেওয়ার সময় থাকবে না। তোমার কোন প্রয়োজনে যাকে তুমি কখনোই পাশে পাবে না। অথচ যে তোমাকে দামী গাড়ি উপহার দিবে। তোমাকে সোনা-গয়না দিয়ে মুড়িয়ে রাখবে ঘরের এক কোণে, ঠিক আলমারিতে সাজিয়ে রাখা মূল্যবান কোন 'শো-পিচ' এর মতো।। (আমার এই রচনাটা বর্তমান প্রজন্মের সব

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৭-০৫-২০২০ ২০:১৮ মিঃ

মনোমুগ্ধকর লেখা