সঙ্গী
- রনি পারভেজ - নীল খামের চিঠিতে আলোড়ন ২৫-০৪-২০২৪

\\____সঙ্গী____//
Created on : 02-08-2016
নিভু নিভু প্রদ্বীপের যাপসা আলোয়
আমি তোর রুপের উজ্জ্বলতা দেখতাম,
অপার দৃষ্টি মাখায় অভিভূত হয়ে
তোর ভেজা চুলের গন্ধ শুকতাম।।

তুই আমার ......আমার ....আমারই থাকবি
তাই তো বুকে জড়াই মনের আনন্দে,
তোর শাড়ির আচলে লুকোচুরি খেলে
তোর মাঝেই হারাবো একান্ত সানন্দে।।

তোর লজ্জ্বা মুখের মৃদু হাসির ছল
জানিস কি আমার হৃদয়ের স্পন্দন,
তুই তো আমার মায়াবী চাঁদের কন্যা
হৃদমাজারের দুষ্প্রাপ্য গুপ্তধন।।

তোর অভিমান হয় জানি ঘোর বর্ষায়
তাই বজ্র শব্দে ভয় পেয়ে পালালে,
বুকে জড়াবো তোকে খুনসুটি ভরে
একটা আলতো চুম্বন এঁকে দেব কপালে।।

জানি বাঁকা দৃষ্টিতে ক্ষোভ হবে তোর
অবুঝ আবদারে কিল ঘুষি দিবি,
হঠাৎই আমি খোঁপা বাধা চুল খুলে দেব
যেন প্রেম পূর্ণতায় ভরে যায় আমার পৃথিবী।।

বড্ড ভালোবাসি তোকে .....বড্ড বেশি
তাই সাজিয়ে রাখি তোর ছোট ছোট আবদার,
তোকে ছাড়া বাঁচা আমার অকল্পনীয়
তাই পেয়ে তোকে হারাতে চাই না আর।।

সব ভুলে গিয়ে ঠিক আগের মতো
চুপটি করে লক্ষি মেয়ে পাশে বসবি আয়
সঙ্গী হয়ে আজ তোর হাত দুটো ধরে,
হারিয়ে যাব অচিন কোনো সীমানায়।।

লেখকঃ #JD
All right reserved at:
jdspeach.simdif.com

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।