সমর্পণ
- অভ্র আরিফ ২০-০৪-২০২৪

রাত্রির চাদর জড়িয়ে আসমানে ঝুলছে চাঁদের লকেট,
চুইয়ে পরা দুধ জ্যোৎস্না পান করে নীল হয়ে যাই।
হিম হাওয়ার কলরোল ছাপিয়ে ভেসে আসে নিশির ডাক
আমি কান পাতি, বিষণ্ণ সুন্দরের কাছে সমর্পিত হই!

শুনেছি, সমর্পিতরা যতটুকু পায় তারচে’ অধিক হারায়
তবু জীবনভর মানুষতো নিজকে সমর্পণ করে যায়।

যৌবন গিলে খায় শৈশবেরে, তাকে গলাধঃকরণ করে বৃদ্ধ,
মাঝে প্রেম খায় প্রেমিকেরে, মরণ দেয় টান জীবনশুদ্ধো

করপুটে রাখা বিনমিত পাললিক প্রেমে আমার আঘাত হানো যদি
আড়ষ্ট বুকে এই প্রতিভাস, নারী, তবে কি তুমি খরস্রোতা নদী?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৯-০৫-২০২০ ২২:২৮ মিঃ

Awesome