❑ বেহিসেবী আমি।
- নিত্যন চক্রবর্তী। - আমার পাণ্ডুলিপি । ১৯-০৪-২০২৪

কেন এত হিসেব করে হাসো, কেন এত হিসেবী ভালবাসো। আমার কত বেহিসেবী রাতে, তুমি স্বপ্নে ঘুম ভেংগে রোজ আসো। আমার প্রেমের বেহিসেবী সব খাতা, ফুরায় না তো বেহিসেবী প্রেমে। তোমার যত হিসেব হিসেব খেলায়, অশ্রু আসে দুচোখ বেয়ে নেমে। প্রেমের হিসেবে তুমি ঢের পটু, আমি যে তারই সম কাঁচা। জীবনের হিসেব কষেছো কি তুমি? তারই হিসেবে জিতে, আমিই রাজা।। ___________________­____________ © নিত্যন চক্রবর্তী। FB: https://web.facebook.com/nityan.chakraborty.9

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৩-০৫-২০২০ ২০:১৪ মিঃ

ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।