নতুন পালঙ্ক দেয়না ঘুমুতে
- রফিকুল আলম ২৮-০৩-২০২৪

নতুন পালঙ্ক দেয়না ঘুমোতে
======রফিকুল আলম
নতুন পালঙ্কে ফোমের বিছানায়
নরম উপাধানের কোমল পরশে
আমার উষ্ণ বাস্তবতা অনুভব করে
ঘুমোতে চেয়ে পারোনা
দুচোখের পাতা এক করতে।
গোলাপ অঙ্কিত বিছানার চাদরের
প্রিন্টেড কাঁটাগুলি
এক একটি জীবন্ত কাঁটা হয়ে
ফোটে যেন তোমার কোমল অঙ্গে।
মুদিত কিংবা খোলা চোখে
তুমি দেখো শুধু আমার ছবি
পারোনা সরাতে দুরে
মনের দেউল পারে।
কত চেষ্টা তবুও আমার ছবি
শত আরশীর প্রতিবিম্ব হয়ে
যেন গ্রাস করে তোমাকে ।
সবুজ অভিমানে গতি বেড়ে যায় হৃদপিন্ডের
তখনো দেখো তোমার কবিকে।
অথচ আমি নেই, আমি নেই
নতুন পালঙ্ক তোমায় দেয়না ঘুমোতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৭-০৫-২০২০ ১৩:৫৮ মিঃ

Good