প্রয়াস
- রনি পারভেজ - সনেট সংগ্রহ ২৩-০৪-২০২৪

" প্রয়াস "
সনেট কবিতা
রচনাকালঃ ২০-০৭-২০১৩

ধরা তরে গমনকৃত ; ফিরতে হবে!
'কে যেতে চায় তথায় দু ভবানী হস্তে'
শূন্য হয়ে যাবার আশ করেনা সবে
একটা প্রয়াস আছে জীবন সূর্যাস্তে!
কেউ কি থাকতে পারে মানব অস্তিত্বে?
চাওয়া পাওয়া পূরণ না হলে তবে
মনুষ্য-মান ভরপুর শত দায়িত্বে
এগুতে হবে আসবে বন্ধকতা যবে!!

আত্মোদেশ্য কেবল আনয়নের দ্বারা
নেব প্রেমের প্রীতি, দেব আত্ম কৃতিত্ব
জীবন্ত চিত্তে বাসা যেন হয়রে গড়া
চিত্তঃন্তস্থ যেন থাকি, হলেও ডুবন্ত!
ব্রিথা কাটালে এ সময় কি হবে পরে
ধরাটারে সাজাতে চাই কৃতিত্ব ভরে।।

#JD

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।