না বললেই নয়
- মধুকবি ২৯-০৩-২০২৪

একটা কথা না বললেই নয় ,
যারে আমি ভালবাসি সে শুধু স্বার্থের কথা কয় ;
প্রাইভেট চাকরী পছন্দ তার নয় ,
সে বিসি এস করা সরকারী চাকরীজীবি চায় ।
সে বলে জীবন জীবিকার নিরাপত্তা চাই ,
প্রাইভেট চাকরী তে সে সব কিছু নাই ।
আমি বলি জীবন দিছে আল্লায় রিজিকও দিবেন তিনি ,
সে বলে , হাত পা মেধাও দিয়াছেন তিনি ;
কাজে লাগাও যথাযথ , সাফল্য আসবে নিশ্চয় ,
এবার হবে সেলফ ডিপেন্ডেন্ডদের জয় ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৯-০৫-২০২০ ২০:০৬ মিঃ

,বেশ । ভালো থাকুন।