যাবে
- শফিক নজরুল - অদম্য স্রোত ২৯-০৩-২০২৪

আকাশ ঘননীল,বর্ষাধোয়া বাংলাদেশ
সবুজ পাতায় রৌদ্ররশ্মি আছড়ে পড়ে,
যাবে?
অভাব- অনটন পেছনে ফেলে দূরে। দূরে কোথাও...
মেঘভাঙ্গা রোদ,কল্পনার আশ্রয় -
সৃষ্টিশীল চিন্তাধারা করে কী লাভ?
যাবে?
যদি রাগ কিংবা অভিমান করে বল -যাব না কেন? যাবো।
তবুও আরো একবার বলবো; যাবে?
নদী বিধৌত এই বাংলাদেশ।
সময়ের প্রয়োজনে বদলে যায় -
মানুষের প্রকৃতি! আমিও মানুষ; রক্তে মাংসে গড়া।
কী হলো যাবে?
গভীর স্মৃতিচারণা; ইতিহাসের নতুন অধ্যায় -
অনাগত সময়, অজানা নিয়তি -
এতো কি ভাবছো? যাবে?
আকাশ ঘননীল, বর্ষাধোয়া বাংলাদেশ।
জীবনবোধ, প্রেমবোধ, নিসর্গচেতনা -
আমার ভেতরে ও পাবে।
বলো না যাবে? যদি বলো না -
তাহলে প্রশ্নবিদ্ধ কবিতা লিখতে বসবো -
শোনাবো এক অজানা দুঃখবোধ!
যাবে?
সমাজ, ধর্ম-কর্ম,শিক্ষা-সাহিত্য সংস্কৃতি -
পেছনে ফেলে দূরে, দূরে কোথাও!
নিঃস্ব,রিক্ত বেশে!
যাবে?
একদিন তুমিই তো বলেছিলে- যাবেন?
আজ আমি বলছি -যাবে?
আকাশ ঘননীল ; বর্ষাধোয়া বাংলাদেশ -
যাবে?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।