খোকন সোনা
- মোঃ বুলবুল হোসেন ২৬-০৪-২০২৪

খোকন সোনা
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ২১-০৫-২০২০ ইং


খোকন সোনা বায়না ধরে
গ্রামের বাড়ি যায়
গ্রীষ্মকালে গ্রামের বাড়ি
কত কিছু পায়।

আম জাম কাঁঠাল আছে
কত ফল আর
গাছে গাছে ফল পাকা
অপূর্ব সৌন্দর্য তার।

কত রঙের ফল পাবি
আনারস আর পেঁপে
এত ফলের মাঝে তুই
পা ফেলবি মেপে।

নদীর পাড়ে বসে দেখবি
কত রঙের খেলনা
গাছ থেকে লাফ দিবে
খুশিতে তুই আটখানা।


বিলের মাঝে বোয়াল আছে
আরো আছে মাগুর
জলাশয় ভর্তি মাছ আছে
আরো আছে টেংরা।


সেথায় আছে আমার মা
আদর পাবি বেশি
মায়ের কাছে গল্প শুনবি
থাকবি সর্বদায় খুশি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২১-০৫-২০২০ ০১:৩২ মিঃ

ভালো লাগলো । নিখুঁত প্রকাশ।