নিরুপায়
- মধুকবি ২৫-০৪-২০২৪

রাত দুপুরে আমার ঘরে
কড়া নারলো কে?
কে দেখেছে কে শুনেছেরে
কানে তালা দে।
দরজা খুলে দেখতে পাই
ভাইজান এসেছে,
দেহে তার জ্বর সর্দি কাশি
বলি এই সেরছে ;
করোনায় ধরেছে তোমায়
যাও হাসপাতালে,
আমাদেরও ধরবে করোনায়
তুমি ঘরে এলে।
খালি চোখে যায়না দেখা
করোনা ভাইরাস,
তার ছোঁয়া মরন ছোঁয়া
ভিষন সিরিয়াস।
রক্তের বাঁধন ভুলে তোমায়
দিলাম বিদায়,
পারলে ক্ষমা করো আমরা যে
বড় নিরুপায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২২-০৫-২০২০ ০৫:০৪ মিঃ

Beautiful pome