অজানা গন্তব্য
- মোঃ ইয়াসিন আহমেদ ২০-০৪-২০২৪

হবে নাহ দেখা আর কোনো দিন,
স্মৃতির পাতায় রয়ে যাবো অমলিন।
আস্তে আস্তে দিবো কমিয়ে কথা কাব্যে,
দেখবে হারিয়ে নেই আমি গন্তব্যে।
সূর্য উঠবে ঠিকই রোদ ও হাসবে,
রবনা শুধু তোমারই বাস্তব জীবনে।
মনে পড়বে আমায় যেনে যেদিন,
হয়তো রবোনা কিছু শুনতে সেদিন।
জানতে পেরে ও হইনি তোমারি,
কারণ সেদিন আর ছিলাম নাহ হতে তোমারি।
বলাইতো হয় নি কোনো দিন,
ভালোবেসে ছিলাম, তোমার ছিলেম চিরদিন।
যাচ্ছি হারিয়ে আস্তে আস্তে,
একদিন ছাড়ব এই ভুবন খুব কষ্টে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Zaan_Ahmed
২৬-০৫-২০২০ ১৮:৪৮ মিঃ

#ফয়জুল মহী
ধন্যবাদ

M2_mohi
২২-০৫-২০২০ ২০:৪৬ মিঃ

Excellent