ক্ষুদ্রাণু-৬
- মশিউর ইসলাম (বিব্রত কবি) - অণু কবিতা যদি থাকে তোড়জোড় পকেটের
আকাশটা হয়ে যাবে রকেটের,
বিয়ে বাতি কানেকশনটা সকেটের
দোষ টা তো নয় কোন ঘটকের!
চয়েস টা ছিলো না হয় পরিবারে
বাছাই টা ছিলো তোর নিজের দ্বারে,
ভালোবাসলেই বা কোন মোহে তারে
নতুন তো এভাবেই পুরাতন কে ছাড়ে।
মোহ কেটে গেলে এমনটা হয় বুঝি
তুমি তো আর বাবু নও যে খাও সুজি!
আমি তো অনুভবে আজো তোমায় খুঁজি
তোমাদের লেভেল যে হলো না আমার রুজি!
নিরিবিলি, নবীনগর
২২-৫-২০২০
৯ঃ৪২ পি.এম
মন্তব্যসমূহ
হিমেল তাওসিফ জয়
২২-০৫-২০২০ ১৩:২৯শাব্দিক উপস্থাপনাটা হাস্যরসাত্মক হলেও মূলভাব নিগূঢ় তত্ত্বে পরিপূর্ণ
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।