এখনই সময়
- মুহাম্মদ মামুনুর রশীদ ২৯-০৩-২০২৪

রঙিন জীবন রঙধনু এক
রঙ মোটে নেই, ফাঁকি
মুছে যাবে রঙ ক্ষনিক পরেই
ভুলে গেলে তুমি তা কি?

আকাশের বুকে স্বপ্ন এঁকেছ
ক্যানভাস রেখে ফাঁকা
সন্ধ্যা নামলে দেখবে তখনও
হয়নি কিছুই আঁকা

ভালোবেসে গড়া কত খেলাঘর
প্রাণ-পারাবার ধারে
শত ঢেউ এসে, নিমিষেই শেষে
ভেঙে দিয়ে গেল তারে

আঁধারে তারার মেলা ডাকে আজো
জোনাকি, 'আলোর পাখি'
জোৎস্নাতে আর নেশা ধরে নাকো
বুজে আসে যদি আঁখি

স্টেশনের ঐ পান্থশালায়
খেল-তামাশায় মেতে
কেউ জানে নাকো ক'টার গাড়ি
কখন যে হয় যেতে

স্টেশনের এই গোলক ধাঁধার
মাতলামো তবে ছাড়ো
গুছিয়ে নেবার এসময় টুকু
আর নাও পেতে পারো

কোথা তুমি ভাই অভয় পেয়েছ?
মৃত্যূকে নিয়ে ঠোঁটে!
আজ স্রোতে আর, গা ভাসাবার
সময় তো নেই মোটে

হাল ধর আজ, পাল তুলে দাও
নোঙর তোলো ভাই
নাও ভাসাবার এখনই সময়
জীবন তো একটাই!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৪-০৫-২০২০ ০৫:৫৯ মিঃ

অপূর্ব  শব্দ বুনন