জীবনের মোহনা
- শান্ত চৌধুরী ২৬-০৪-২০২৪

থেমে আছে সব গাড়ি,
কোলাহল নেই স্টেশন।

যত্রতত্র নেই যাত্রীর সমাগম।
নিরবচ্ছিন্ন এক, একটি প্লাটফ্রম
অহেতুক নেই কোন জনসমাগম।

কিছুতেই নেই নিজস্বকরণ,
আহবান নেই কোন প্রেমিক যুগোল।

থমকে আছে রেলগাড়ি,
থমকে আছে কার-বাস।

থমকে আছে বৃত্ত-ভৈরব
থমকে আছে জীবনগাড়ি।

কোথায়ও নেই উৎসব
আবেদন নেই প্রতীকী উচ্ছ্বাস।

জীবনের মোহনা, ভাবনা কতসম
সভ্যতার উদারতা বিলিয়ে
উৎপল মুহূর্তে সম্মিলিত আহবান।

অসমাপ্ত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৮-০৫-২০২০ ২৩:৪৯ মিঃ

Excellent