সেজে থাকা সাধু
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৪-২০২৪

ইবলিশকে ভেতরে ধারণ করে,
সাধু সেজে থাকো বাইরে।
সময়ের ব্যবধানে যখন পড়ো ধরা,
জান বাঁচাতে জান নিয়ে হও গ্রাম ছাড়া।

সারাটা জীবন করে মানুষের অপকার,
নিজের ঢোল নিজে বাজিয়ে চালাও প্রচার।
অভিনয়ে পাকা তুমি, বাজাও মানবতার সুর,
খেটে-খাওয়া মানুষেরা বুঝে কারা কারা অসুর?

সকলে জানে কিভাবে দিতে হয় দাবার চাল,
আশ্বাসে আর সাধারণ মানুষ হয় না মাতাল।
জনগণ এখন সচেতন, দেয়া যায় কি ধোকা?
মনা হুশিয়ার, ঠকে-টুকে ওরা আর নয় যে বোকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৯-০৫-২০২০ ০৫:৩৩ মিঃ

পরিপাটি লেখা ।