ধরিত্রী
- শাহীনূর মুস্তাফিজ(বিপ্লবী কবি) ২০-০৪-২০২৪

নবাগত শিশুর মতো সুন্দর এ ধরা
ঐশ্বর্য্যে,রূপে মনকাড়া।
অথচ,আমাদের হীন কাজে
পৃথিবীটা নোংরা সাজে।
দহন করে প্রতিটা পদক্ষেপে
নিমজ্জিত নই কোনো আক্ষেপে।
শুধু ঘৃণা ছড়িয়েছি চারপাশে
খুনোখুনি শেষ হয়না বারোমাসে।
প্রত্যহ করছি মহীর ক্ষতি
যখন লাগবে চির-যতি;
তখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩০-০৫-২০২০ ০৫:২১ মিঃ

মননশীল অভিব্যক্তি ।