বাস্তবতার এই শহরে
- মো. ইসমাঈল হোসাইন ২৯-০৩-২০২৪

গোধূলির আসন্ন অন্ধকারের মতো,
পৃথিবীর আবছা এক মায়া,
আমায় নিশিদিন আচ্ছন্ন করে রাখে।
যেভাবে জলীয় বাষ্পমিশে থাকে বাতাশে,
যেভাবে অভিমান মিশে থাকে সন্ধ্যায়,
খালি হাতে ফেরা মজুর বাবার সন্তানদের।
কখনো কল্পনায় মহাসড়কে ভীড় করে স্মৃতিগুলো,
যেভাবে এই শহরের রাস্তায়, সিগন্যালের জ্যামে,
ফিটনেসহীন লোকাল বাসের জট।
জানালায় তাকালে বৃদ্ধ রোগা রিক্সা চালক,
প্যাডেলে প্যাডেলে বুনছে বেঁচে থকার স্বপ্ন।
রাতে পুঞ্জিভূত ব্যাথা নিয়ে দাড়িয়ে থাকে নিস্তব্ধ শহর,
কেমন যেন এক অদৃশ্য হাহাকার
বাদুড় চামচিকার পিঠে চড়ে ঘুরে বেড়ায়।
কয়েক ইঞ্চি ইটের গাথুনি,
কিন্ত সাত আসমানসমান পুরো,
অনতিক্রম্য ফারাক হয়ে দাড়িয়ে থাকে,
ফুটপাতে শুয়ে থাকা আমি আর সভ্য জগতের মাঝে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩০-০৫-২০২০ ২৩:২২ মিঃ

নান্দনিক লেখনী ।