আসক্তি
- সাইমুন আল- মাহমুদ - কেন এমন হল ২৩-০৪-২০২৪

তারার মশাল জ্বলে চারপাশে
চাঁদ কেন মুখ লুকিয়ে থাকে?
শত নীরবতা সঙ্গীকরে
বুক কেন কাঁদে হাহাকরে?
আবেগ আমার,স্বভাব তোমার
বদলে যাবি,দোষ কি আমার?
স্মৃতি ব্যথা সইছি একা
দোষ ছিল কি আমার একার?
কুয়াশা ভেজা মনের ডানায়
নেশাতুর চোখ কেন পড়ল অশরীর জানালায়?
শীতের দুপুরে ঠিকরে পড়েছিলে
অর্কিডর ঝাড় ফুটেছিল বলে
তেজোদীপ্ত রৌদ্রলোক বলে ওঠল
ভেসে যেতে হবে স্রোতের ধারায়।।
ফোর্সেলিন জড়িয়ে দাড়িয়ে আছি
পাতাবহরীর লতার মতন
তোমার নাটকের ধ্বংসস্তুপে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩১-০৫-২০২০ ০৫:১৯ মিঃ

Excellent