বিস্মৃতি
- মধুকবি ১৯-০৪-২০২৪

বিস্মৃতি

নিঃসঙ্গ আমি নিরবে নির্জনে আছি বসে,
হঠাৎ তুমি এসে বসলে আমার পাশে ;
জানিয়ে দিলে তুমি আমার হারানো দিনের স্মৃতি,
খুঁজি যারে আমি স্মৃতির পাতায় করে আতিপাতি।
মনে পড়ে হারানো সেই সব দিনের কথা,
নিঃশব্দে জেগে ওঠে অন্তরে বিরহের ব‍্যথা।
যে ব‍্যথা এতকাল রেখেছি হৃদয়ে গোপন করে,
আজ হঠাৎ তুমি এসে উসকে দিলে কেন তারে?

গ্রীষ্মের তপ্ত দুপুড়ে বটের ছাঁয়ায় দেখা হয়েছিল সংগোপনে,
হারিয়ে যেতাম দুজন দুজনায় ভিজে বর্ষার ঘন বরিষনে।
শরতে সাদা ফুলের কাশবনে দুলেছি হালকা হাওয়ায়,
হেমন্তে ফসল কাটার গানে দুজনার হৃদয় ভরে যায়।
শিতের শিশির ভেজা ভোরে পাশাপাশি ছিলেম দুজনে,,
বসন্তে প্রেমের ছোঁয়া লাগতো প্রাণে কুকিলের কুহুতানে।

সবই হলো বৃথা তার ছলনায়, সে দূরে সরে যায়,
একা বসে গৃহকোনে কেদেছি আমি করেছি হায় হায়।
আমার জীবনে লেগে থাকা রোজকার আশা হতাশা,
স্বজন হারাবার মতন তীব্র দহন জ্বালা সুপ্ত পিপাসা।
সব আজ ভুলে থাকতে চাই, তোমারে জানাই গুডবাই ;
স্মৃথির পাতায় এখন শুধু শূন‍্যতা, কিছু নাই কেহ নাই।
31/05/2020

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩১-০৫-২০২০ ২৩:২০ মিঃ

Best wishes