উদ্ভট ঝক্কি ঝামেলা
- সৈয়দ নুরুল্লাহেল বাকী ২৪-০৪-২০২৪

বিভিন্ন তথ্য-উপাত্ত বা পরিসংখ্যানে
অসত্য তথ্য নানা বিভ্রান্তি,
ভুল বানান আর শব্দ চয়ন
কিংবা বাক্যবিন্যাসের অসংগতি।


সর্বক্ষেত্রে দায়িত্ব পালনে গাফিলতি,
অধিকন্তু অত্যধিক উৎকোচ প্রীতি ;
প্রাধান্য দিয়ে নানাবিধ দূর্নীতি,
উপেক্ষিত করা হচ্ছে নিয়মনীতি।


অসহনীয় যানজটের ভোগান্তি,
অস্বাভাবিক দূর্ঘটনা জনজীবনে দুর্গতি।
দুষ্কৃতীদের কুকীর্তি, অসৎব্যক্তির দুর্মতি,
যত্রতত্র চাঁদাবাজি আর মাস্তানির ভীতি।


উচ্ছৃঙ্খল কর্মকান্ড আর
বিজাতীয় অপসংস্কৃতি,
বিঘ্নিত উন্নয়নের ধারা
ব্যহত জীবনের গতি।
অস্বচ্ছ কিংবা ম্রিয়মান যদি হয়
যথাযথ ধর্মীয় অনুভূতি,
রাজনীতির দিকে তখন হাত বাড়িয়ে
গড়তে উদ্যত সম্প্রীতি।
পক্ষান্তরে ধর্মকে প্রাধান্য দেয়
নীতিভ্রষ্ট দূর্বল রাজনীতি।
সবধরনের অসঙ্গতি অবসানে
জাতি পাবে মুক্তি।
তবেই হবে দেশ ও জাতির উন্নতি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০২-০৬-২০২০ ১৩:২৫ মিঃ

Good post