জীবন গাঁথা
- স্বপন চক্রবর্তী ২৬-০৪-২০২৪

কখনও খুলে দেখা হয়নি মেঘেদের চিঠি,
প্রাচীন বৃক্ষ সযত্নে আগলে যে মাটি
তাকে আজও দেওয়া হয়নি
দুফোঁটা চোখের জল
যতটুকু এখনো সম্বল
হিসেবের বেহিসেবি বিকিকিনি
খাদের কিনারে বসে মিলিয়ে দেখি
পুঙ্খানুপুঙ্খ মিলিয়ে দেয় জীবন একাকী I

সূর্য ফিরিয়ে দিয়ে বাতিঘর বইছে নিশান,
অন্ধকার শরীরে শুধু আমি রিক্ত দিশাহীন I

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৩-০৬-২০২০ ২১:৫১ মিঃ

অসাধারণ ।