আবুলের হালচাষ।
- তপন চন্দ্র রায় (Tapan Chandra Roy) - বিন্দু ১৯-০৪-২০২৪

___________________
গরু আছে তবুও আবুল
ছাগলে ভরসা করি
মাঠ চাষেতে জোর করে
এবার লাঙল দেবে জুড়ি।
ছাগল পালে খরচে কম
দিয়েছে তাই হালচাষ
কম টাকায় বেশি লাভ
ফসলাদি বারমাস।
এই ভেবে আবুল ভাই
কিনলো দুটো খাসি
অল্প টাকায় হবে চাষ
মুখে ফুটবে হাসি।
হাল বাহিতে আবুল যখন
দিলো লাঙল জুড়ে
অমনি ছাগল ম্যাম্যা করে
দৌড় দিতে চায় জোরে
তবুও আবুল নাছোড়বান্দা
ছাগলেই দেবে হালচাষ
পরিণামও সবার জানা
খেতে হবে আইজরা বাঁশ।
কে খাবে বাঁশ কে খাবে বাঁশ
কার হবে ভাই সর্বনাশ।
বল দেখি ভাই বল।
তুমিও কি নও ভুক্তভোগী
একটু ভেবে চল।

ছন্দে করি বাস।
প্রকাশ:
01/5/2020

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।