যদি এই দুঃসময়
- সুলেখা শামুক - মুক্তচিন্তা ব্লগ তারিখ 05/06/2020 ২৬-০৪-২০২৪

যদি এই দুঃসময় চলে যায়
যদি বেঁচে থাকি,
আবার দেখা হবে!
আবার হাতে হাত রেখে,
শীতের সোনারোদ সকাল থেকে
শরতের স্নিগ্ধ দুপুর হয়ে চৈত্রের চৈতালি সন্ধ্যায়,
সুরমা,পিয়াইন, ব্রহ্মপুত্র,শীতলক্ষ্যা পেরিয়ে
বালুময় সুদীর্ঘ পথ হেঁটে হেঁটে চাঁদরার বিলে
আদিম বসতি গড়বো!
মাটিলেপা উঠোনে তুলসি গাছ থাকবে!
সন্ধ্যার আজানে জায়নামাজ হবে সিক্ত মাটি!
তুমি আমি এক দীর্ঘ আলিঙ্গনে,
জীবনের ফেলে আসা কিছু সুখ ভুলে
তুলে আনা কিছু দুঃখ ভুলে
ভুলে যাওয়া কিছু স্মৃতি ভুলে
কিছু অক্টোপাশ পিছুটান ভুলে,
অপরিশোধিত কিছু ঋণ শোধ করবো বলে,
অন্তত মরণের আগে,
একটা সন্যাসী রাতে
তুমুল সংসারী হবো!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৫-০৬-২০২০ ২১:২৫ মিঃ

দুর্দান্ত প্রকাশ।