আজ ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, সোমবার

পথশিশু
- জিয়াউর রহমান |জিয়া| - শূন্য থালা

সাহেব আমি পথশিশু
দুইডা টাকা দেননা খামু কিছু।
খাবার খাইনি বেলা তিনেক
ক্ষুধা পেটে তাই এখন অনেক।
রোজ সকালে বেরিয়ে পরেছি
খাবারের সন্ধানে এখনও হাঁটছি।
পাইনি কিন্তু এখনও খাবার
ক্ষুধার জ্বালায় হাঁটছি আবার।
একটু হেঁটে হুট খেয়ে পড়ি,
উঠতে গিয়ে লাঠি ধরি।
দিচ্ছেনা তো কেউ যে খাবার,
কারণটা কী ভাবছি এবার-?
পালাই যদি পৃথিবী থেকে
টোকাই বলবে লোকজন কাকে-?।
খড়কুটা আর লতাপাতা,
খাচ্ছি আমি এখন যাতা।
ফুরাবে কখন নিঃশ্বাস আমার
নিত্য গুনছি এই কথাটা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
০৭-০৬-২০২০ ০২:৫৭

সুন্দর

নাজমুল তালুকদার
০৬-০৬-২০২০ ২৩:১২

সুন্দর