জীবন ইনিংস
- সৈয়দ নুরুল্লাহেল বাকী ১৯-০৪-২০২৪

জীবনের প্রথম ইনিংসের খেলা
ছিল উদাসীনতা আর সীমাহীন অবহেলা ,
গুরুত্বহীনতায় মেঘে মেঘে কেটেছে বেলা।
সাঙ্গ করি অনুশোচনা আর অনুতাপের পালা,
উদ্যোগী আরোহণে আশার ভেলা।
দ্বিতীয় ইনিংসে পদার্পণে
অতীতের ত্রুটি-বিচ্যুতি নিরসনে,
উদ্যোগী হব সংশোধনে
প্রত্যাশা করেছিনু মনে।
কিন্তু Energy, Strength, Stamina ,
বাদ সাধে পদে পদে - প্রতিক্ষণে,
নিয়তির অদৃশ্য লিখনে
সব প্রচেষ্টা নস্যাৎ হতাশার সন্ধিক্ষণে
ব্যর্থতায় পর্যবসিত যত সাধ ছিল মনে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৮-০৬-২০২০ ২২:৪৩ মিঃ

চমৎকার লেখনী