সমাজের কীট
- মোঃ বুলবুল হোসেন ২০-০৪-২০২৪

সমাজের কীট
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ১৪-০৬-২০২০ ইং

স্বার্থের জন্য আপন মানুষ
হয়ে যায় পর
নিজের স্বার্থের জন্য মানুষ
ভাঙ্গে সাজানো ঘর।

কাছের মানুষ ভেবে যাকে
বুকে ঠাঁই দিলে
সুখের ঘরে আগুন দিয়ে
অপরের সাথে মিলে।

তোমার খেয়ে তোমার পড়ে
তোমায় মারে ঢিল
মিথ্যা কথায় চিড়া ভিজবে
মারবে তোমাকে কিল।

সাধু সেজে বন্ধু হয়ে
তোমার ক্ষতি করে
তোমার সুখ দেখলে পরে
হিংসার আগুন ধরে।

নিজের ভালো ছাড়া তারা
অন্যের ভালো চায় না,
সমাজের কীট এরা সবাই
মানব নামে হায়না।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।