অনেক দামী
- আহমেদ শাকীল - --আজকে ব্যাথার অনলফুল ফুটেছে ২৯-০৩-২০২৪

তখন ডুবেগেছে সূর্য।
তখন সন্ধ্যানদীর তীর,
কতশত জোনাকীরা করে আছে ভিড়।
সেখানে স্বপ্ননীড়-
কল্পনায় হয়েছে স্থাপিত;
বাস্তবতা বিপুল অধির!
অথবা তখন হেমন্তের হিম শীতরাত,
তখন নেই
জেগেনেই নিশাচর আর
অথবা জোনাকীর আলো,
তখন হৃদয়ে বেদনার অনল জ্বেলো।
আর সে উত্তাপে বেঁচে রবো আমি।
বহুকাল এ জ্বালা বইবোও আমি,
কেননা এ ব্যাথা অনেক দামী।

২৭.১১.১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

KobiHimel
১৫-০৬-২০২০ ২৩:২৯ মিঃ

পড়ে চমৎকৃত হলাম