এক সূর্যাস্তের বিকালে
- মোঃ আমিনুল এহছান মোল্লা - বিজয় ১৬-০৪-২০২৪

আজিকার সব কৌতুহল হয়ে থাকবে নবীণের মাঝে
হয়তো লেখা হবে অসংখ্য কবিতা স্মৃতির পাতা খোঁজে!

কিংবা অমরত্বও পাবে আগামী প্রজন্মের কাছে স্মৃতি
আজিকার কর্ম্ দেখে দেখে অবাক হবে নবীণেরা অতি !
মানুষের মহৎ গুনগুলো ধীরে ধীরে চলছে আঁধার সুরঙ্গে –
নবীণেরা হয়তো সুর তাল লয় বাজাবে না আজিকার ডঙ্গে

মানুষের প্রাণ ক্রমশই উদাসীন হয়ে উঠছে
নৈতিকতার স্পর্শগুলো অনুভূতিহীন হয়ে পড়ছে
এক অশনি সংকেত দেখছি আমি বিশ্বের সামনে
আমাদের কথোপকথনে-

সামাজিক চালচলনে নেমে আসছে অসৌজন্যের কুয়াশা
প্রাণে প্রাণে আলিঙ্গনের ভেতরে নেই কোন প্রেমের ঊষা।
দাউ দাউ করে জ্বলছে চির সত্যের খাঁচা-
আমাদের চুম্বন ক্রমশই বিষাক্ত ওষ্ঠে আঁকড়ে বাঁচা।

হে নবীণেরা, তোমাদের জাগাতে হবে মনুষ্যত্বের চিহ্নগুলো-
এক সূর্যাস্তের বিকালে
দিবা -রাত্রির মাঝখানে তোমাদের দিয়ে গেলাম আগামীর পথগুলো।
-----------------------------------১৬-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৬-০৬-২০২০ ০০:৪৯ মিঃ

পরিপক্ব লেখা ।