গ্রামের আলোকচিত্র
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ২৪-০৪-২০২৪

গ্রামের আলোকচিত্র
মোঃ রায়হান কাজী
========================

আমি যখন আসি গ্রাম-গঞ্জের সংস্পর্শে,
মিশে থাকি তখন প্রকৃতির সাথে।
প্রকৃতি আমায় ঘিরে ধরে চারদিক থেকে।
নিজেকে খুঁজেফিরি পরিবেশের মাঝে।
অদ্ভুত এই মাঠের মাঝে চিত্রাঙ্গন করি,
বসে বসে আপন মনে।

কাঁঠাল তলায় ছায়ার নিরে,
যখন বসে তাকাই চারদিকে।
আচমকা শব্দ পাই,
ডানা ঝাপটানোর কবুতরের থেকে।
আমগাছের ডালে বসে,
দুটি কবুতর আলিঙ্গন করে যখন,
আমিও তাই দেখতে থাকি দৃষ্টি অগোচরে।

ছায়ার নির থেকে হাঁটাহাঁটি করতে গেলে,।
কুমড়োর ডগার ফাঁকে, তাকিয়ে আমি দেখি।
শালিকগুলো করছে খেলা আপন মনে।
মিশ্র বাদামি রঙে বিরাজ করে ঝুপঝার জুড়ে।
সৃষ্টি করে আভা মাধুর্যের সাথে।
চেয়ে থাকি শুধু অপলক দৃষ্টিতে।

সামনে এগোতে দৃষ্টি পরে,
পাতা ঝরা মেহগনি বৃক্ষের দিকে,
সবুজ কঁচি পাতায় জরাইয়াছে পুরো অঙ্গখানি।
চৈত্রের দুপুরবেলা তাকাইয়া থাকি দূর প্রান্তের দিকে,
মাঠে-ময়দানে কাজ করে কৃষক আপন মনে।
শিল্পির তুলিতে তা ফুটে ওঠে চিত্রাঙ্গন রুপে।

মাঠঘাট, জলা-ডুবা, নদনদী
আর পুকুর একসাথে।
মিলেমিশে আছে যেন পরিবেশের মাঝে।
আলো-ছায়ার হয়ে একাকার,
দক্ষিণা বাতাস বহে উওর দিকে।
আমাকে আলিঙ্গন করে মাধুর্যের সাথে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।