বিশৃঙ্খল
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ২৩-০৪-২০২৪

বিশৃঙ্খল
মোঃ রায়হান কাজী
====================
জীবনের সব বিশৃঙ্খলা স্থির করে,
সৃষ্টি করবো শৃঙ্খলা নতুন করে।
শিশু, কিশোর-কিশোরী,প্রবীণরা,
আলোময় চোখে উদ্ভাবন করে।
সময়ের সাথে তাল মিলিয়ে।
কতো পথিক আসে যায়,
জীবন বা মরণের এই রণক্ষেএে।
উৎকন্ঠার পথে তবুও চলছে,
মানুষ স্থির পথের প্রান্তের দিকে।
তবুও স্বপ্ন দেখে মহিমান্বিত হয়ে,
ছুটছে যে মানুষ লাখে লাখে।
জানি না এই ঘোর কাটবে কবে।
ক্ষুদ্র এই সময়ের তীরে।
মুঠোবন্দি হয়ে আছি,
আমরা সবাই একসাথে।
বিস্ময় বিপদের চিহ্ন যখন পরে,
জাতাঁকলে পিষ্ট হয়,যেন আমরা সকলে।
সকল লোক যখন পিছুপিছু আসে,
ভিড় জমায় জানা বা নাজানার চত্বরে।
কত উপকন্ঠ এই চত্বরে এসে,
হাঁকডাক দেয় ছোট-বড় সাহসীকতার সাথে।
সমুজ্জল স্মরণীয় দৃশ্যপটে,
স্বাভাবিক হয়ে কথা বলে অন্যকে নিয়ে।
অতঃপর শৃঙ্খলা খুঁজে নাহি পাই,
বিশৃঙ্খল জনসমুদ্রের এই নগরীতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।