যুগলপ্রেম
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ২০-০৪-২০২৪

যুগলপ্রেম
মোঃ রায়হান কাজী
-------------------------
আয় রে আয় আমার কাছে ছুটে আয়,
তোর ঐ প্রজাপতি ডানা ঝাপটিয়ে।
সূর্যের কিরণ মাখাবো আজ,
গাছের পাতা, বাহারি ফুলের সাঁজে।

তোর প্রেমে পড়ে হাসি-কাঁদি,
আমি শুধু কুড়ায়েছি হাসি।
দুঃখ কে দূরে ঠেলে দিয়ে,
সুখ নদীর তীরে দাঁড়িয়ে থাকি।

ক্ষুদ্র হৃদয়ে হায় ধরে না আর,
অসীম প্রেমরাশি মোর ভূবণে।
যুগলপ্রেমের স্রোতে অনাদিকাল,
প্রেম মিটেনা আশা এই নদীতে।

সন্ধ্যামণিতে চাঁদের আলো ছড়াচ্ছে
আঙিনা জুড়ে আনাচকানাচে।
একাকি হাঁটি এ পথে কতখানি,
তোমাকে খুঁজি চারিধারে।

আমার আকাশে তোমাকে নিয়ে,
ছবি আঁকি তারাদের ভিড়ে।
কবে ঘুচবে প্রহর গুনা?
তোমার দেখা পাওয়াতে।

সে আশাতেই নামে ভোর,
নতুন কোনো গল্প সাজিয়ে।
অপরিচিতা তুমি বিরাজ করো,
সর্বক্ষণ আমার মনের অন্তরালে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।