তরঙ্গিণী
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ২৬-০৪-২০২৪

তরঙ্গিণী
মোঃ রায়হান কাজী
-------------------------
অনাদিকাল এ পথে চলতে গিয়ে,
তোমার সাথে দেখা মিলে চেনা প্রান্তরে।
সুসৌরভে পুলকিত হয় ওঠে আমার মৌন,
বিমুগ্ধ অন্তরে স্বপনদুয়ার খুলে মধুপূর্ণ করে।

কতশত বিকাল কাটিয়েছি একাকী নিরিবিলিতে,
এইরূপ মুহূর্ত উপভোগ করবো তা ভাবিনি।
উড়িয়া ফড়িং দলের সঙ্গে করে দূর আকাশে ভেসে,
আমি যেন তোমায় ছুঁই আলতো স্পর্শে বাতাসে।

নিরখি নয়ন দুখান খুলে দিব ঝড়ের সাথে,
তুমি আসবে অপরিচিতা তরঙ্গিণীর ভেসে।
তবে আজ কোথায় আছো তরঙ্গিণী,
কেন খেলা কর তরঙ্গ রং নিয়ে আমার হৃদপিণ্ডে।

তরুণী তুমি করিয়াছ তরুণের হৃদয় হরণ,
তবে আজ কেন দূরপ্রান্তের কাছে দাঁড়িয়ে?
কোথায় সেই দ্রুতগামী নীর বর্তমান,
যা অতিক্রম করে ছুটে আসবো আমি তোমারই কাছে।

সম্বন্ধ বন্ধন যা আছে বদ্ধ অনিবার,
চড়িয়া আত্মমন কৌতূহলে ভর করে।
প্রেমসিন্ধু জলে স্নানের বাহানাতে,
অন্বেষণ ভ্রমি সময়ের বিবর্তনে।

সে আশাতেই সুনিশ্চিত সর্বক্ষণ,
বিরাজ করো তুমি তরঙ্গ রূপে পরিপূর্ণ হয়ে।
স্থির রহিয়াছে তোমার মাঝে তরঙ্গ ভয়,
না জানি হারায় নিমিষে দিগন্তের কাছে গিয়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।