আসবে বলে
- মোঃ রায়হান কাজী - জীবন থেকে নেওয়া ২৪-০৪-২০২৪

আসবে বলে
মোঃ রায়হান কাজী
========≠========
শত অভিমান পেছনে ফেলে,
আজও আছি দেখ তোমার পথ চেয়ে।
তুমি ফিরবে বলে আজও কবিতা সাজায়,
মনের অজান্তে না বোঝে তোমাকে নিয়ে।

আমার ডাইরির পাতার ভাঁজে,
লিখে রাখি মোটা অক্ষরে যত্ন করে।
কোথায় থেকে ভেসে এসেছিলে স্রোতে,
আমাকে ভাসাতে নদীর গভীর জলে।

অন্য কার হাতে যাওয়ার আগে,
অনুমান করবে তুমি আমার লেখনী পড়ে৷
অনুভবে তুমি আছো আমার হৃদয় মন্দিরে,
তোমাকে নিয়ে পসরা সাজায় এ দিগন্তে এসে।

রাত্রি আঁধারের অজানা বিস্ময়ে,
ভেবেছিলাম তুমি আসবেনা আর কাছে।
রুদ্ধ হল গভীর বৃষ্টির ফোঁটার সাথে,
কে যেন বলছিল আসবে আবার ফিরে।

বৃথা এ কন্দন রিক্তকরে শূণ্যতায়,
শঙ্খ বাজে বজ্র ডাকে আকাশে।
আলোর সাথে পথ দেখায় শেষে,
করে অভ্যর্থন শূন্যতার মাঝে পূর্ণতা দিয়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।